http://protoster.blogspot.com/

শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৩

অনলাইন রেডিও শুনুন

কম্পিউটারের সামনে বসলে কার না গান শুনতে মন চায়, কম্পিউটারে গানের সুরে সুরে কাজ অথবা কাজের ফাঁকে বিনোদনের জন্য গান শোনা এখন শুধু আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। নিজের পছন্দের গানগুলো খুঁজে খুঁজে বের করা একটি সময়সাপেক্ষ ও বিরক্তিকর কাজ, এছাড়া সব গানতো কম্পিউটারে নাও থাকতে পারে। আবার ইন্টারনেটে গান ডাউনলোড করাও একটা যন্ত্রণার ব্যাপার। গান শোনার ক্ষেত্রে এসব নানা সমস্যার সকল সমাধান হচ্ছে রেডিও। কিন্তু আমরা জানি রেডিও তো বেতার বা এফএম, কম্পিউটারে কি করে বাজবে? যাদের ইন্টারনেট কানেকশন রয়েছে তাদের জন্য অনলাইন রেডিও নিয়ে এসেছে এফএম রেডিও’র মত সুযোগ। সারাদিন গান বাজার সাথে সাথে চাইলে আপনি আপনার পছন্দের গান অনুরোধও করতে পারেন যে কোন আরজে’র প্রোগ্রামে। আসুন জেনে নেওয়া যাক অনলাইন রেডিও কি? এটি ইন্টারনেট ভিত্তিক রেডিও। সাধারণত বেতার কেন্দ্রগুলো নির্দিষ্ট এলাকা বা দেশের মধ্যে সীমাবদ্ধ। ওই নির্দিষ্ট সীমানার বাইরে চলে গেলে ঐ কেন্দ্রের সঙ্গে যোগাযোগ বিছিন্ন হয়ে যায়। আর ইন্টারনেট সংযোগ থাকলে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে শ্রোতারা এই বেতার শুনতে পারে। এটিই অনলাইন রেডিও’র জনপ্রিয়তা পাওয়ার মূল কারণ। এইসব রেডিওতে গান প্রচারের পাশাপাশি খবরও প্রচার করা হয়ে থাকে। সরাসরি বিনোদনমূলক টকশো, বিশেষ দিনের আয়োজন ও নানামুখী সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্প্রচার করা হয়ে থাকে। তেমনি ‘স্বদেশ এন্টারটেইনমেন্ট’ এর প্রথম ২৪ ঘন্টার অনলাইন বাংলা রেডিও স্টেশন ‘রেডিও স্বদেশ’ (www.radioswadesh.com) বাংলা গানের পাশাপাশি সব ধরনের গান পরিবেশন করা হয়। ‘রেডিও স্বদেশে’র মূল শ্লোগান হচ্ছে ‘কণ্ঠে বিশ্ব.. হৃদয়ে স্বদেশ’।
দেশের এবং দেশের বাইরের বাংলা ভাষাভাষী শ্রোতাদের কথা মাথায় রেখে স্বদেশ রেডিওর অনুষ্ঠান সাজানো হয়।
২০১০ সালের ১লা জুন থেকে রেডিওটির কার্যক্রম শুরু হয় আর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ২০১১ সালের ১লা জানুয়ারি। স্বদেশ রেডিও এখন বাংলাদেশ সরকারের তালিকাভুক্ত একটি মিডিয়া কোম্পানী।

কোন মন্তব্য নেই:
Write comments

Thanks for your comment!!