http://protoster.blogspot.com/

শুক্রবার, ১৯ জুলাই, ২০১৩

***পবিত্র মাহে রমজানের ইফতার ও সেহরির সময়সূচি ২০১৩***

islam-
islam


আসসালামু আলাইকুম,
সবাইকে পবিত্র রমজানুল মোবারাক, আশা করি সবাই ভালো আছেন। পবিত্র রমজান মাস । রহমত , মাগফিরাত ও নাজাতের মহিমা নিয়ে আসে মাহে রমজান। পবিত্র এই মাসের ফজিলত বলে শেষ করা যাবেনা। এই মাসে জাহান্নামের দরজা থাকে রুদ্ধ, শয়তান থাকে শৃঙ্খলিত, এই মাসেই রয়েছে সহস্র মাসের চেয়েও শ্রেষ্ঠ ‘লাইলাতুল কদর’।
রমজান শব্দটি এসেছে “রময” থেকে যার অর্থ হচ্ছে ভস্মীভূত করা। এখানে ভস্মীভূত করা বলতে বুঝানো হয়েছে সিয়াম সাধনের মাধ্যমে আমাদের মনের খারাপ প্রবৃত্তিকে ধ্বংস করা। রমজান মাস সিয়াম সাধনের মাস, সংযমের মাস। এই রমজানের মূল লক্ষ্য হলো খারাপ দেখা, খারাপ শোনা এবং খারাপ বলা থেকে নিজেকে বিরত রাখা এবং বাকি মাসগুলো এর আমল করা।

Dhaka and others

ঢাকার সময়ের সঙ্গে যোগ করতে হবে
জেলাসেহরিইফতার
পটুয়াখালী, মাদারীপুর, ঝালকাঠি১ মিনিট১ মিনিট
বরগুনা, রাজবাড়ী, শেরপুর, মানিকগঞ্জ, পিরোজপুর, জামালপুর, টাঙ্গাইল২ মিনিট২ মিনিট
ফরিদপুর, গোপালগঞ্জ,বাগেরহাট, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম৩ মিনিট৩ মিনিট
গাইবান্ধা, খুলনা, নড়াইল, লালমনিরহাট, মাগুরা৪ মিনিট৪ মিনিট
বগুড়া, পাবনা, রংপুর, ঝিনাইদহ,যশোর, কুষ্টিয়া৫ মিনিট৫ মিনিট
সাতক্ষীরা, জয়পুরহাট, নাটোর, নওগাঁ৬ মিনিট৬ মিনিট
চুয়াডাঙ্গা, নীলফামারী, রাজশাহী, দিনাজপুর৭ মিনিট৭ মিনিট
মেহেরপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও৮ মিনিট৮ মিনিট
চাঁপাইনবাবগঞ্জ৯ মিনিট৯ মিনিট
ঢাকার সময় থেকে বিয়োগ করতে হবে
ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ১ মিনিট১ মিনিট
ভোলা, চাঁদপুর, নরসিংদী, নেত্রকোনা, কিশোরগঞ্জ, লক্ষীপুর২ মিনিট২ মিনিট
নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া৩ মিনিট৩ মিনিট
কুমিল্লা, সুনামগঞ্জ৪ মিনিট৪ মিনিট
হবিগঞ্জ, ফেনী৫ মিনিট৫ মিনিট
মৌলভীবাজার, চট্টগ্রাম, সিলেট৬ মিনিট৬ মিনিট
কক্সবাজার, খাগড়াছড়ি৭ মিনিট৭ মিনিট
রাঙামাটি, বান্দরবান৮ মিনিট৮ মিনিট

কোন মন্তব্য নেই:
Write comments

Thanks for your comment!!