http://protoster.blogspot.com/

শনিবার, ১১ জুন, ২০১৬

***ব্যাক্তিগত লোনের জন্য প্রয়োজনীয় কি কি কাগজপত্র লাগে জেনে নিন***

ব্যক্তিগত লোন হচ্ছে এমন অর্থ যা আপনি ব্যাঙ্কের মত আর্থিক প্রতিষ্ঠান থেকে ধার নিয়ে থাকেন। অবশ্যই, এক্ষেত্রে ব্যাঙ্ককে কিছু পরিমাণ সুদ দিতে হবে ধারের টাকা শোধ করার সাথে সাথে। এই সুদ নির্দিষ্ট কিস্তিতে ব্যাংকে পরিশোধ করতে হয়, ব্যপারটা নির্ভর করছে লোনদাতা প্রতিষ্টান এবং লোনগ্রহীতার মধ্যে হওয়া লোন চুক্তির উপর। লোনগ্রহীতার পছন্দমত সুদের হার নির্দিষ্ট এবং অনির্দিষ্ট হতে পারে।

জেনে নিন পার্সোনাল লোন নেয়ার জন্য কি কি কাগজপত্র লাগবে।

কোন মন্তব্য নেই:
Write comments

Thanks for your comment!!