আমরা ডাটা ট্রান্সফার করতে পেনড্রাইভ, মেমরি, হার্ড ডিস্ক
ইত্যাদি ব্যবহার করি। কিন্তু সব চাইতে বেশি ভাইরাসও ছড়ায় পেনড্রাইভের
মাধ্যমে। বেশিরভাগ সময় যখন পেনড্রাইভ পিসি তে লাগানো হয় তখন পিসি এর
অটোরান সিস্টেম পেনড্রাইভ কে অটো রান করে, আর সেই সময়ই পেনড্রাভে যদি
ভাইরাস থাকে সেগুলো পিসিতে বিস্তার লাভ করে।
সফটওয়্যার ছাড়া আটোরান বন্ধ করতেঃ
১। Start > Run ওপেন করুন।
২। gpedit.msc লিখে OK চাপুন। নতুন ১টি উইন্ডো আসবে।
৩।
User Configuration এর বাম পাশের + চিহ্ন ক্লিক করে Administritive
Templates এর বাম পাশের + চিহ্ন ক্লিক করুন। তারপর সিস্টেম এ ক্লিক করুন।
৪। এখন
ডান পাশের উইন্ডোতে Turn off autoplay লেখাটি ডাবল ক্লিক করে Enable
সিলেক্ট করুন আর নিচের Turn off autoplay on অংশে All drive সিলেক্ট করে OK
চাপুন। তারপর বেরিয়ে আসুন।
পেনড্রাইভ কখনো ডাবল ক্লিক করে খুলবেন না। দরকারে, এন্টিভাইরাস দিয়ে scan করে তারপর ফোল্ডারস ট্যাব দিয়ে অথবা আড্রেসবারের সাহায্যে ওপেন করুন
শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৩
কোন সফটওয়্যার ছারা উইন্ডোজ এর আটোরান বন্ধ করুন
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
Write commentsThanks for your comment!!