আজ আপনাদেরকে শিখাব কি করে Cut, Copy, Paste, Delete হাইড করে
রাখতে হয়।আর কথা বাড়িয়ে আপনাদের বিরক্ত করতে চাই না।এবারে আসুন শুরু
করিঃ-
- প্রথমে অসাধারন একটি সফট ডাউনলোড করে নিন।
- জিপ ফাইল থাকবে আনজিপ করেনিন।
- আনজিপ করার পড়ে এই ফাইল গুলো পাবেন। PREVENT এ ক্লিক করে ওপেন করুন।
- PREVENT ওপেন করে আপনার পছন্দ মত একটি শর্টকাট কি তৈরি করুন। হতে পারে Ctrl+K তারপরে active এ ক্লিক করার সাথে সাথে আপনার কম্পিউটার থেকে Cut, Copy, Paste, Delete Delete, Copy To, Move To, Sent To, Renaming, এবং Task manager এর End Process বাটন গুলো হাইড হয়ে যাবে।
- সব কিছু নরমাল করতে চাইলে শর্টকাট কি (উপরে বানিয়েছি আমরা (Ctrl+K) টি চাপুন তাহলে সব আবার কাজ করবে।
- সম্পূর্ণ ভাবে এই পদ্দতি বাতিল করতে চাইলে সফট টি আনইন্সটল করে দিন।
কোন মন্তব্য নেই:
Write commentsThanks for your comment!!