http://protoster.blogspot.com/

শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৩

Cut, Copy, Paste, Delete হাইড করে রাখুন এবং আপনার কম্পিউটারের ফাইল সুরক্ষা রাখুন।

আজ আপনাদেরকে শিখাব কি করে Cut, Copy, Paste, Delete হাইড করে রাখতে হয়।আর কথা বাড়িয়ে আপনাদের বিরক্ত করতে চাই না।এবারে আসুন শুরু করিঃ-

  • প্রথমে অসাধারন একটি সফট ডাউনলোড  করে নিন।
  • জিপ ফাইল থাকবে  আনজিপ করেনিন।
  • আনজিপ করার পড়ে এই ফাইল গুলো পাবেন। PREVENT এ ক্লিক করে ওপেন করুন।
Hide Cut, Copy, Delete
  • PREVENT ওপেন করে আপনার পছন্দ মত একটি শর্টকাট কি তৈরি করুন। হতে পারে Ctrl+K তারপরে active এ ক্লিক করার সাথে সাথে আপনার কম্পিউটার থেকে Cut, Copy, Paste, Delete Delete, Copy To, Move To, Sent To, Renaming, এবং Task manager এর  End Process বাটন গুলো হাইড হয়ে যাবে।
  • সব কিছু নরমাল করতে চাইলে শর্টকাট কি (উপরে বানিয়েছি আমরা (Ctrl+K) টি চাপুন তাহলে সব আবার কাজ করবে।
  • সম্পূর্ণ ভাবে এই পদ্দতি বাতিল করতে চাইলে সফট টি আনইন্সটল করে দিন।
আমার পোষ্ট টি ঘুরে দেখার জন্য ধন্যবাদ, ভাল লাগেলে কমেন্ট করুন। মানুষ মাত্রই ভুল হতে পারে,ভুল ত্রুটি,হাসি,কান্না,দু:খ,সুখ,এসব নিয়েই মানুষের জীবন। ভুলে ভড়া জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,ভুল ত্রুটি ক্ষমার দৃর্ষ্টিতে দেখবেন। আবার আসবেন। আমার জন্য দুয়া করবেন।

কোন মন্তব্য নেই:
Write comments

Thanks for your comment!!