http://protoster.blogspot.com/

শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৩

এবার বাংলা ডিকশনারি ব্যবহার করুন আপনার ব্রাউজারেই!

ইন্টারনেট দুনিয়ায় বেশির ভাগ লিখাই ইংলিশে লিখা। আর সবাই যে ইংলিশে ভালো পারে তা কিন্তু নয়। তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম এই সম্পর্কিত একটি মজার অ্যাড-অন। এই অ্যাড-অনটি দ্বারা আপনি যেকোনো ইংলিশ শব্দ বাংলাতে রূপান্তরিত করতে পারবেন। যা যা করতে হবে।
প্রথমেই আপনাকে এই অ্যাড-অন টি ব্রাউজারে অ্যাড করতে হবে।
অ্যাড-অনটি অ্যাড করতে এখানে ক্লিক করুন।
Dictionary
এবার যেকোনো ইংলিশ শব্দ সিলেক্ট করে ctrl+g চাপুন।
তাহলেই আপনি শব্দটির বাংলা অর্থ জানতে পারবেন।

কোন মন্তব্য নেই:
Write comments

Thanks for your comment!!