http://protoster.blogspot.com/

শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৩

রাউটার ছাড়াই সফটওয়্যারের মাধ্যামে কম্পিউটারে রাউটারের সুবিধা ভোগ করুন Virtual Router বানিয়ে

সহজভাবে বলতে গেলে বলা যায়, ফিজিক্যাল রাউটার ছাড়াই সফটওয়্যারের মাধ্যামে রাউটারে সুবিধা ভোগ করাটাই হলো Virtual Router । ধরে নেওয়া হচ্ছে আপনাদের কমপক্ষে বেসিক নেটওয়ার্কি এবং মাক্রোসফট উইন্ডোজ সম্পর্কে ধারণা আছে।virtual_router
[B]যে সকল জিনিস প্রয়োজন হবে তার তালিকাঃ[/B]
১। ইন্টারনেট কানেশন
২। ওয়্যারলেস ল্যান যুক্ত কম্পিউটার
৩। win xp, vista বা win7 OS
[B]সুবিধাসমূহঃ[/B]
১। ফিজিক্যাল রাউটারের বা একসেস পয়েন্ট ক্রয় করতে হবে না।
২। একটি নেট কানেশন দিয়ে একাধিক ডিভাইস এ নেট শেয়ারিং।
৩। তার বা ওয়্যারের প্রয়োজন নেই।
গুনগান তো অনেক করা হলো এবার আসনু কাজে নেমে পড়ি।
√ প্রথমেই আপনার ওয়্যারলেস ল্যান কার্ডটি সেটআপ করে নিন।
√ যদি আপনি বিল্টইন ওয়্যারলেস ল্যাড কার্ড ব্যবহার করেন (ল্যাপটপে বিল্ট ইন থাকে) তাহলে অতিরিক্ত ওয়্যারলেস ল্যান কার্ড এর প্রয়োজন নেই।
হাল আমলের নতুন ও . এস . windows 7 এ যেভাবে কনফিগার করতে হয়ঃ
→ Start এ ক্লিক করে cmd টাইপ করুন এবং cmd.exe এর উপর ডান বাটনে ক্লিক করে Rus as administrator মুডে তা চালূ করুন।
→ এবার নিচের কমান্ড লাইনটি টাইপ করুন।
→ netsh wlan set hostednetwork mode=allow ssid=microqatar key=qazwsx123 টাইপ করে এন্টার দিন।
→ এবার নিচের মত করে কমান্ড টাইপ করে এন্টার দিন netsh wlan start hostednetwork
এবার Control Panel > Network and Internet > Network and Sharing Centre > Change Adapter Settings, এ ডান বাটন এ ক্লিক করে internet connection and select Properties. এর Sharing tab, হতে “Allow other network users to connect…” চেক বক্স এ ক্লিক এবং choose your virtual Wi-Fi adaptor এর সেটিং গুলো ঠিক করে নিন।
[B]Vista তে কনফিগার করার জন্য নিচের ধাপগুলো অনুসরন করুনঃ[/B]
# নেটওয়ার্ক কানেশন আইকনে ডান বাটনে ক্লিক করে Connect to a network এ কি্লক করুন।
# এবার setup a connection or network এ ক্লিক করুন।
# Set up an ad hoc connection এ ক্লিক করুন।
# এবার আপনার ইচ্ছানুযায়ী নেটওর্য়াক এর জন্য একটি নাম টাউপ করুন। যেমনঃ microqatar, এবং যদি পার্সওয়ার্ড ব্যবহার করতে চান তাহলে তা নিধারন করে পার্সওয়াড দিন।
# এবার Next বাটনে ক্লিক করে Ok বাটনে ক্লিক করুন।
[B]Win XP তে কনফিগার করার জন্য নিচের ধাপগুলো অনুসরন করুনঃ[/B]
# Control panel হতে network and internet connection এ ক্লিক করে Network connections এ ক্লিক করুন বা সরা সরি টাস্কবারে অবস্হিত নেটওর্য়াক কানেশন আইকনে ডান বাটনে ক্লিক করে open network কানেশন এ ক্লিক করুন।
# আপনার ওয়্যারলেস নেট কানেশন আইকনে ডান বাটনে ক্লিক করে সেটির properties অপেন করুন এবং wireless network tab এর add বাটনে ক্লিক করুন।
# এবার association tab এর network name (SSID) তে আপনি একটি নাম টাইপ করুন। যেমনঃ microqatar এবং পাসওয়ার্ড ব্যবহার করতে চাইলে network Authentication , Data encryption, network key ব্যবহার করুন। কাজ শেষে Ok বাটনে ক্লিক করুন।
এখন ওয়্যারলেসযুক্ত ডিভাইস ( কম্পিউটার, মোবাইল, গেইসম ইত্যাদি) এ ওয়াই ফাই সার্চ দিন, কানেক্ট করুন এবং পাওয়ার্ড দিয়ে ব্যবহার শুরু করুন Virtual Router

কোন মন্তব্য নেই:
Write comments

Thanks for your comment!!