http://protoster.blogspot.com/

রবিবার, ২১ জুলাই, ২০১৩

********************গুরুত্বপূর্ণ কিছু ওয়েবসাইট এর লিংক**************

  স্কলারশিপ ইনফরমেশন :
স্কলারশিপ এর সোনার হরিণকে ধরার ইচ্ছা অনেকেরই কিন্তু অনেক স্কলাশীপের তথ্য চোখের আড়ালেই থেকে যায়। আমিও সেই সোনার হরিণ ধরার জন্য অনেকগুলো ওয়েবসাইট ঘোরে বেড়িয়েছি, সে গুলোর মধ্যে থেকে আমার কাছে ভালো লাগা কিছু সাইট লিংক দিলাম। যে সাইটগুলোতে সাধারণত আপডেট স্কলারশীপগুলোর  ইনফরমেশন থাকে,

প্রতিভা বিকাশের মাধ্যম
আমার মনে হয়, আমরা প্রত্যেকেই প্রতিভাবান। আমাদের সেই প্রতিভা প্রকাশ করার অন্যতম মাধ্যম হলো ব্লগ। তাই নিজের প্রতিভাকে বিকশিত করার এবং নতুন নতুন তথ্য জানার কিছু ব্লক সাইট এর লিংক দিলাম

চাকরি:
স্বপ্নকে বাস্তবে রূপে প্রদান করা অন্যতম মাধ্যম হলো একটি ভাল চাকরি। সেই চাকরি যেন চোখের আড়ালেই হারিয়ে না যায় তার জন্য চোখ রাখতে হবে এই সাইটগুলোতে,

আউটসোর্সিং
আমদের এই মিটিং এ অন্যতম একটি আলোচনার বিষয় থাকবে আউটসোর্সিং। এই সোর্সিং সাইটগুলোতে কি কি কাজ জানা থাকতে হবে এই বিষয়গুলো বিশদ আলোচনা করা হবে।

আপডেট থাকুন
সবচেয়ে গুরুত্বর্পূণ কথা হলো সময়ের সাথে সাথে নিজেকে আপডেট রাখা । আর তারই জন্য নিয়মিত বিশ্বের খবরাখবর রাখা অতি জরুরী। তারই ধারাবাহিকতায় আমার জানা কিছু ওয়েব লিংক হলো

ইভেন্ট এবং প্রতিযোগিতামূল অনুষ্ঠান :
প্রত্যেক দিন ঘটে যাচ্ছে অনেক সেমিনার, ফেয়ার,প্রতিযোগীতামূলক পোগ্রাম, যার মধ্য থেকে আমরা প্রতিনিয়ত শিক্ষা গ্রহন করতে পারছি। কিন্তু এই সংবাদ গুলো অনেক সময় চোখের আড়ালেই থেকে যায়। তার আর যে কোন এধরনের সংবাদ গুলো সাইট গুলো সবসময় আপডেট রাখা হয় তারই একটি লিষ্ট দিলাম

 বিদ্র : এখানে কোন সাইট র‌্যাংকিং করা  এবং কোন রেফারেল লিংক প্রদান করা হয়নি। আমার ভাল লাগা কিছু সাইট এর ওয়েবলিংকপ্রদান করলাম। আমার ধারনা নতুনদের কাজে লাগবে

কোন মন্তব্য নেই:
Write comments

Thanks for your comment!!