কম্পিউটার চালু করে রিফ্রেশ করা প্রায় সবারই অভ্যাস । রিফ্রেশ মানে উইন্ডোজের হাত মুখ ধোয়া বলা যায় ।কিন্তু সব সময় কি আর সব কথা মনে থাকে ? তেমনি রিফ্রেশের কথাও আমাদের মনে থাকে না । তাছাড়া
উইন্ডোজের কোন ফাইলে পরিবর্তন আনার পর উইন্ডোজকে রিফ্রেশ করতে হয়। আমরা
সাধারনত F5 চেপে রিফ্রেশ করি।আপনি ইচ্ছে করলে রিফ্রেশের এই কাজটি
স্বয়ংক্রীয়ভাবে করতে পারেন। এজন্য
Start/Run এ গিয়ে regedit লিখে Enter Pvcyb| GLbHKEY_LOCAL_MACHINE /
System / CurrentControlSet / Control / Update ঠিকানায় যান। ডানপাশের
UpdateMode অপশনে দুই ক্লীক করুন এবং এখানে hexadecimal ভ্যালু হিসাবে 7
লিখে Ok করে দিন। এখন উইন্ডোজের রিফ্রেশ করার প্রয়োজন হলে সেটি
স্বয়ংক্রীয়ভাবে হবে।
কোন মন্তব্য নেই:
Write commentsThanks for your comment!!