http://protoster.blogspot.com/

বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬

ছোটপর্দার এ সময়ের মডেল-অভিনেত্রী শাহতাজ এবার গান নিয়ে আসছেন শ্রোতাদের জন্য।

গানচিল মিউজিক থেকে বের হচ্ছে এবারের ঈদ উপলক্ষে তার গাওয়া প্রথম গান ।
এর শিরোনাম ‘উড়ে যাই’। 
‘উড়ে যাই’ গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নবীন গায়ক বামি। এর কথা লিখেছেন তৌফিক। সুর ও সংগীত পরিচালনা করেছেন অদিত। ঈদের পর এর মিউজিক ভিডিও হবে বলে জানা গেছে।

গান কখনও শেখেননি জানিয়ে শাহতাজ ‘তার বড় বোন তনিমা গান গায়। তবে সে-ও গান শেখেনি। ওর গলা ঈশ্বরপ্রদত্ত বলতে পারেন।’
 
প্রথমবার গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করলেও দর্শকদের সামনে গান গাওয়ার অভিজ্ঞতা আছে শাহতাজের। এসএ টিভির একটি অনুষ্ঠানে জনপ্রিয় ইংরেজি গান গেয়েছিলেন তিনি।  নিয়মিত গাওয়ার ব্যাপারে এখনও নিশ্চিত নন। এটা আসলে নির্ভর করে প্রথম গান বের হওয়ার পর কেমন সাড়া পাই তার ওপর। তবে আমরা সবাই এ নিয়ে অনেক আশাবাদী।

কোন মন্তব্য নেই:
Write comments

Thanks for your comment!!