http://protoster.blogspot.com/

বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬

আত্মপ্রকাশেই মন জয় করল রণবীরের নতুন ছবির গান!


টিজারে মনে হয়েছিল পরিচালক করণ জোহরের আগামী ছবি “অ্যায় দিল হ্যায় মুশকিল” মনে হয় এক তরফা সম্পর্কের কোনও গল্প৷ যেখানে সম্পর্কের জটিলতার বাইরে গিয়েও মানুষকে গ্রাস করে একাকীত্ব৷ যেখানে সম্পর্কের শেষেও থেকে যায় এক তরফা ভালবাসা৷
কিন্তু সদ্য মুক্তি পেল “অ্যায় দিল হ্যায় মুশকিল”-এর প্রথম গান৷ প্রীতমের সুরে অরিজিৎ সিংয়ের গাওয়া এই গানটির মধ্যে সুর এবং রোম্যান্সের মিশেল যেমন আছে ঠিক তেমনভাবেই গানটির দৃশ্যায়ন মনে করিয়ে দিল করণ জোহরের পরিচালিত ছবি “কভি আলবিদা না কহেনা”-র গল্প৷ সেই সম্পর্কের টানাপোড়েন, সেই সম্পর্কের বাইরে গিয়ে পরকীয়ায় জড়িয়ে গিয়ে হৃদয় ভাঙার গল্প৷ যদিও “কভি আলবিদা না কহেনা” ছবিতে শেষটায় ভালবাসা সবরকম জটিলতাকে হারিয়ে জিতে গিয়েছিল৷
কিন্তু রণবীর, ঐশ্বর্য, অনুষ্কা এবং ফাওয়াদ খান অভিনীত এই ছবির প্রথম গানটি শেষ অবধি সেই একাকীত্বের সুর মনে রেখেই শেষ হয়৷
তবে কি করণের নতুন ছবিতে ভালবাসা পরিণতি পাবে না?
শুনে নিন সেই গান:
 
 

কোন মন্তব্য নেই:
Write comments

Thanks for your comment!!