http://protoster.blogspot.com/

শুক্রবার, ৩ মার্চ, ২০১৭

যে দশ ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলে



গোটা বিশ্বে কয়েক হাজার ভাসা প্রচলিত আছে। ২০০৯ সালে ৬ হাজার ৯০৯টি ভাষার তালিকা প্রকাশ করে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা এসআইএল ইন্টারন্যাশনাল। বিভিন্ন প্রয়োজনে এক ভাষাভাষী মানুষকে রপ্ত করতে হচ্ছে দ্বিতীয় কোনো ভাষা।
তবে পৃথিবীতে মানুষের সংখ্যা দিন দিন বাড়লেও কমছে ভাষার সংখ্যা। কত ভাষা যে এরই মধ্যে হারিয়ে গেছে তার কোনো লেখাজোকা নেই। ২০১৪ সালে বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত ১০টি ভাষার তালিকা প্রকাশ করেছে ডেইলি নিউজ ডিগ নামে একটি ওয়েবসাইট। এ ভাষাগুলোর সংক্ষিপ্ত বিবরণ নিচে তুলে ধরা হলো।
মান্দারিন : ২০১৪ সালে সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা মান্দারিন। চীনের জনসংখ্যা বেশি হওয়ায় এ ভাষাভাষীর সংখ্যা বিশ্বে সবচেয়ে বেশি। খুব কঠিন হওয়া সত্ত্বেও বিশ্বের প্রায় ১০০ কোটি মানুষ এ ভাষায় কথা বলে। চীন ছাড়াও তাইওয়ান, সিঙ্গাপুর, মালয়েশিয়া প্রভৃতি দেশে এ ভাষার প্রচলন রয়েছে।
ইংরেজি : আন্তর্জাতিক ভাষা ইংরেজি। ভালো চাকরি, ব্যবসার প্রয়োজনে অনেককেই এ ভাষা শিখতে হয়। অনেক দেশের রাষ্ট্রভাষাও এটি। বর্তমানে বিশ্বের প্রায় ৫০ কোটি ৮০ লাখ মানুষ ইংরেজিতে কথা বলে। ২০১৪ সালে সর্বাধিক ব্যবহৃত ভাষার তালিকায় এটি দ্বিতীয় অবস্থানে রয়েছে।
হিন্দি : ভারতের এক একটি প্রদেশের মানুষ এক এক ভাষায় কথা বলে। তবে দেশটির জাতীয় ভাষা হিন্দি। বর্তমানে পৃথিবীতে প্রায় ৪৯ কোটি ৭০ লাখ মানুষ এ ভাষায় কথা বলে।
স্প্যানিশ : স্পেন, ব্রাজিল ছাড়াও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে জনপ্রিয় ভাষা স্প্যানিশ। ২০১৪ সালে বিশ্বে স্প্যানিশ ভাষাভাষীর সংখ্যা ছিল প্রায় ৩৯ কোটি ২০ লাখ।
রাশিয়ান : রাশিয়ান ভাষায় কথা বলে বিশ্বের ২৭ কোটি ৭০ লাখ মানুষ। রাশিয়ার বাইরে আরো কয়েকটি দেশে এ ভাষা ব্যবহৃত হয়।
আরবি : মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো দেশের ভাষা আরবি। বর্তমানে প্রায় ২৪ কোটি ৬০ লাখ মানুষ আরবিতে কথা বলে। এছাড়া, মুসলমানদের ধর্মীয় ভাষা হওয়ার কারণে এ ভাষার সঙ্গে পরিচয় আছে শতকোটিরও বেশি মানুষের।
বাংলা : ২০১৪ সালে বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষার তালিকায় ৭ম স্থানে রয়েছে বাংলার নাম। এ ভাষাভাষী ২১ কোটি ১০ লাখ মানুষের অধিকাংশই বাংলাদেশি। এছাড়া পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন স্থানের বাসিন্দারা বাংলায় কথা বলে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে বাংলাভাষী মানুষ।
পর্তুগিজ : বিশ্বের প্রায় ১৯ কোটি ১০ লাখ মানুষ পর্তুগিজ ভাষায় কথা বলে। ইউরোপের দেশগুলোতে ভাষাটি বেশ জনপ্রিয়।
মালয়-ইন্দোনেশিয়ান : ২০১৪ সালে বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষার তালিকায় ৯ম স্থানে রয়েছে এ ভাষার নাম। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরে ব্যবহৃত ভাষাটিতে কথা বলে প্রায় ১৫ কোটি ৯০ লাখ মানুষ।
ফ্রেঞ্চ : ফ্রেঞ্চ ভাষায় কথা বলে ১২ কোটি ৯০ লাখ মানুষ। ফ্রান্স ছাড়াও বিশ্বের আরও অনেক দেশে এ ভাষাটি ব্যবহৃত হয়।

কোন মন্তব্য নেই:
Write comments

Thanks for your comment!!