
তেলাপোকা – প্রাগৈতিহাসিক এই প্রাণীটি আজও জ্বালিয়ে যাচ্ছে আমাদের। তেলাপোকা যেমন দেখতে ঘিনঘিনে ভীতিকর, তেমনি নোংরা ও রোগের বাহক। তেলাপোকার অত্যাচারে কোনো জিনিসই ঠিক রাখতে পারছেন না? জেনে নিন তেলাপোকা নিধনের কার্যকরী একটি কৌশল।
সমপরিমাণ বোরিক পাউডার ও বেকিং পাউডার একসাথে মিশিয়ে নিন। এর সাথে মেশান তিন ভাগের এক ভাগ চিনি। এবার এতে সামান্য পানি মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এবার তেলাপোকার আনাগোনার বিভিন্ন জায়গায় প্রয়োগ করুন। ফলাফল দেখে নিজেই চমকে যাবেন!
কোন মন্তব্য নেই:
Write commentsThanks for your comment!!