http://protoster.blogspot.com/

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৪

আপনার ব্লগে অতি চমৎকার ভাবে চলন্ত লেখা যুক্ত করুন লিংক সহ । না দেখলে দারুন মিস

আসসালামু‘আলায়কুম , আপনারা সবাই কেমন আছেন ? যারা ব্লগ ব্যবহার করে থাকেন তারা শুধু চাই ব্লগকে কিভাবে আর্কষণীয় করে তুলা যায়। আজ আমার পোষ্টি অন্যতম আর্কষণীয় পোষ্ট, যা আপনার ব্লগে যুক্ত করলে ব্লগটি হয়ে উঠবে আরো আর্কষণীয় । এই পোষ্টে থাকছে আপনার পছন্দ করে দেয়া লেখা এবং তার লিংক এর স্লাইডার । যা আপনার ব্লগের এক দম উপরে থাকবে । এবং এদিক থেকে উদিক চলতে থাকবে ।





এখানে লেখাটা অনেক বড় করে দিলাম । আপনার ব্লগে যখন দিবেন তখন এই লেখাটা আরো ছোট করে ব্লগের একদম উপরে চলন্ত অবস্তায় চলতে থাকবে ।

নিচের কোড গুলো কপি করুন এবং নিচ থেকে কোড ইডিট দেখে নিন ।
<style>
#wcnot-cont
{
top:0px;
left:0px;
z-index:9999999;
position:fixed;
width:100%;
background:#222222;
color:#ffffff;
font:16px georgia;
box-shadow:2px 2px 5px #444444;
-moz-box-shadow:2px 2px 5px #444444;
-web-kit-box-shadow:2px 2px 5px #444444;
-goog-ms-box-shadow:2px 2px 5px #444444;
}
#wc-movtext
{
text-align:center;
padding:8px;
font-family: Verdana,”Times New Roman”,Georgia,Serif;
font-size:12px;
color: #ffffff;
}
#wc-movtext a
{
color:#ffffff;
text-decoration:none;
font:16px georgia;
}
#wc-movtext a:hover
{
color:yellow;
text-decoration:none;
}
</style>
<div id=’wcnot-cont’>
<div id=”wc-movtext”>
<marquee behavior=’alternate’ direction=”left”
onmouseover=”this.stop();”
onmouseout=”this.start();”>
<p>
<a href=”http://Link” target=”_blank”><b>Your Text 1</b></a>
| <a href=”http://Link” target=”_blank”><b>Your Text 2</b></a>
| <a href=”http://Link” target=”_blank”><b>Your Text 3</b></a>
| <a href=”http://Link” target=”_blank”><b>Your Text 4</b></a>
</p>
</marquee>
</div>
<div>
উপরে কোড গুলোতে লক্ষ্য করুন লাল কালি ও নীল কালির লেখা গুলো ইডিট করতে হবে । নীল কালিতে http://Link এর জায়গায় আপনার লেখার নিংক দিন । এবং লাল কালিতে Your Text 1 এর জায়গায় আপনার লেখা গুলো লিখে দিন ।
লক্ষ্য করুন – এখানে চারটি লেখার কোড দেয়া আছে । আপনি চাইলে আরো এড করতে পারেন  অথবা রিমুভ করতে পারেন । এজন্য এই লোখাটা কমাতে বাড়াতে হবে   
| <a href=”http://Link” target=”_blank”><b>Your Text 4</b></a>

আরো ইডিট করে নিতে পারেন । উপরে দেখুন বিভিন্ন কালার কোড দেয়া আছে । এইগুলো পরিবর্তন করে আরো সুন্দর করতে পারেন ।
ব্লগে যুক্ত করার নিয়ম-
একই নিয়ম আর কত বার দেখাব । তার পড়েও নতুনরা একবার দেখে নিন ।
1.   আপনার ব্লগে লগিন করুন
2.   Layout অপশন এ যান
3.   Add a Gadget অপশন এ যান
4.   HTML/JavaScript এ ক্লিক করুন
5.   পোষ্টে দেয়া কোড copy/past করুন ।
6.   Save করে বেরিয়ে আসুন ।
এখন আপনার ব্লগে গিয়ে দেখে আসুন কেমন কাজ করে ।

৩টি মন্তব্য:
Write comments

Thanks for your comment!!