http://protoster.blogspot.com/

শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৩

ফেসবুকে Pending ফ্রেন্ড রিকোয়েস্ট দেখুন।

আসসালামু আলাইকুম। আমি IT সম্পর্কে তেমন বেশি কিছু জানি না, যেটুকু জানি আপনাদের সাথে শেয়ার করার জন্য পিসি হেল্পলাইন বিডিতে লিখি। আশা করি আমার লেখা গুলো আপনাদের উপকারে আসবে। তাহলে চলুন দেখে আসি, ফেসবুকে Pending ফ্রেন্ড রিকোয়েস্ট কিভাবে দেখা যায়?
ফেসবুকে আপনি কাকে কাকে Friend Request পাঠিয়েছেন তা ফেসবুকের আগের সেটিংসে দেখা যেত। কিন্তু ফেসবুকের বর্তমান সেটিংসে এই অপশন টি খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে আপনি চাইলে একটি অ্যাপ্লিকেশনের সাহায্যে খুব সহজেই দেখতে পারবেন আপনি কার কার কাছে Friend Request পাঠিয়েছেন। এজন্য প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করুন তারপর অ্যাড্রেস বারে গিয়ে http://apps.facebook.com/friendrequests ঠিকানায় গিয়ে Allow-এ ক্লিক করুন।
তাহলেই দেখতে পাবেন আপনার পাঠানো সব Pending Request.

কোন মন্তব্য নেই:
Write comments

Thanks for your comment!!