http://protoster.blogspot.com/

শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৩

SOFTWARE ছাড়া লক করুন USB পোর্ট।

imagesআনেক সময় নানা নিরাপত্তার কারনে আমাদের USB PORT লক কড়তে হয়।
দুটা বা তিনটা পদ্ধতি অবলম্বন করলে আমরা তা করতে পারি।
তো পদ্ধতি গুলি একটু দেখি। চিত্র দেখলে আপনারা বুঝে যাবেন।
MY COMPUTER-যা রাইট ক্লিক করুন-MANAGE-এ ক্লিক করুন
নিচের মত চিত্র পাবেন।
manegar
                     

 এবার DEVICE MANEGER-এ ক্লিক করুন।
এরপর ডানপাশে UNIVERSAL SERIAL BUS CONTROLLERS-এ ক্লিক করুন 
  ৬টা USB পোর্ট দেখতে পাবেন।
যে পোর্টটা বন্ধ করবেন তার ওপর ডবল ক্লিক করুন।
এ রকম উইন্ডো পাবেন।
vicdejlk;l'p
দেখুন উইন্ডোটির নিচের দিকে DEVICE USAGE অপশন পাবেন।
ওখানে USE THIS DEVICE(ENABLE) করা আছে।
এবার ড্রপ ডাউন লিস্ট থেকে (DISABLE) করে দিন।ব্যস কাজ শেষ।
কোনও কেউ না জানলে কানেক্ট করতে পারবে না।
 অনেকই জানেন তবুও দিলাম হয়ত কারও নাও জানা থাকতে পারে।
বন্ধুরা COMMENT করে উৎসাহ দিন।
ঃঃঃঃঃঃঃঃঃঃসবাইকে ধন্যবাদঃঃঃঃঃঃঃঃঃ

কোন মন্তব্য নেই:
Write comments

Thanks for your comment!!