যারা ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড দু’টিই ব্যবহার করছেন তাদের মধ্যে একটা
দ্বিধা থেকেই যায়, ক্রেডিট কার্ড ব্যবহার করবো, নাকি ডেবিট কার্ড ব্যবহার
করবো? আমি বলবো ক্ষেত্রবিশেষে আপনি দু’টিই ব্যবহার করুন যখন যেটা
প্রয়োজন| আমার এ’কথার পরও প্রশ্ন থেকেই যায়, যুক্তি কি? কোন কার্ড ব্যবহার
করার পক্ষে যুক্তি বেশি? এটা আসলে আপনার ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করে|
তারপরও আপনার জন্য কোন কার্ড ব্যবহারের যুক্তির পাল্লা বেশি তা আজ একটু
জেনে নিন, ঝালাই করে নিন। আর যারা ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড ব্যবহার
করছেন না অথবা যেকোন একটি ব্যবহার করছেন তারা জেনে নিন কার্ড দু’টির
পার্থক্য এবং বেছে নিন নিজের সুবিধামত কার্ড|
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
Write commentsThanks for your comment!!