আসসালামু আলাইকুম। বাংলালিংক নিয়ে এলো দারুণ এক অফার। এই অফারের নাম দেওয়া হয়েছে এক দেশ, এক অফার। অর্থাৎ, আপনার নতুন, পুরাতন, বন্ধ, সচল সব প্রিপেইড ও কল অ্যান্ড কন্ট্রোল কানেকশনেই এই অফারটি পাবেন।
প্রিপেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকরা
৳৪৯ রিচার্জেই পাবে দারুণ চমক। প্রতিদিন: সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত থাকছে ৩০০ MB ফ্রি ইন্টারনেট,
৫ মিনিট বাংলালিংক-বাংলালিংক টকটাইম, ৫০০ বাংলালিংক-বাংলালিংক এসএমএস আর ফ্রি বাংলাফ্লিক্স সাবস্ক্রিপশন! আরো আছেঃ সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রতি ১০ মিনিটে প্রথম ৳৪৯ রিচার্জকারী পাবে ফ্রি আকর্ষণীয় 3G স্মার্টফোন জিতে নেওয়ার সুযোগ! মেয়াদ ৭ দিন।
৫ মিনিট বাংলালিংক-বাংলালিংক টকটাইম, ৫০০ বাংলালিংক-বাংলালিংক এসএমএস আর ফ্রি বাংলাফ্লিক্স সাবস্ক্রিপশন! আরো আছেঃ সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রতি ১০ মিনিটে প্রথম ৳৪৯ রিচার্জকারী পাবে ফ্রি আকর্ষণীয় 3G স্মার্টফোন জিতে নেওয়ার সুযোগ! মেয়াদ ৭ দিন।
অফারের বিস্তারিত:
- ৪৯ টাকা রিচার্জে শুধুমাত্র প্রিপেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকরাই ৩০০ এমবি ইন্টারনেট, ৫০০ এসএমএস (বাংলালিংক-বাংলালিংক), ৫ মিনিট টকটাইম (বাংলালিংক-বাংলালিংক), ফ্রি বাংলাফ্লিক্স সাবস্ক্রিপশন উপভোগ করতে পারবেন। মূল অ্যাকাউন্টে ৪৯ টাকা থাকছেই
- বোনাস মিনিট ব্যবহারে ১০ সেকেন্ড পালস প্রযোজ্য
- ক্যাম্পেইন চলাকালীন গ্রাহক একাধিকবার এই অফার নিতে পারবেন। একাধিক রিচার্জের ক্ষেত্রে, বর্ধিত মেয়াদ প্রযোজ্য হবে
- বোনাস ব্যবহারের সময়: সকাল ৬টা থেকে দুপুর ১২টা
- প্রতিদিনের বোনাসের মেয়াদ ঐদিনই শেষ হয়ে যাবে
- ইন্টারনেট, ভয়েস এবং এসএমএস ব্যবহার চেক করতে ডায়াল *124*49#
- স্পেশাল ট্যারিফ এই বোনাসের জন্য প্রযোজ্য নয়
- ক্যাম্পেইন চলাকালীন সময়, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রতি ১০ মিনিটে প্রথম ৪৯ টাকা রিচার্জকারী একটি 3G স্মার্টফোন জেতার সুযোগ পাবেন। বিজয়ী গ্রাহককে এসএমএস -এর মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেয়া হবে
- একজন গ্রাহক একবারই স্মার্টফোন জিততে পারবেন
- ফ্রি ইন্টারনেট ব্যবহার শেষ হয়ে গেলে, সাধারণ ইন্টারনেট চার্জ প্রযোজ্য হবে
- গিফট প্রদানের ব্যাপারে, যেকোন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার বাংলালিংক সংরক্ষণ করে
- এই অফারটি সীমিত সময়ের জন্য
কোন মন্তব্য নেই:
Write commentsThanks for your comment!!