http://protoster.blogspot.com/

শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৩

মাউস অথবা কীবোর্ড নষ্ট হলে অথবা কাজ না করলে কি করবেন দেখেনিন

কম্পিউটার ও ইন্টারনেটের ছোটখাটো সমস্যা প্রায়ই ভোগায় আমাদের। এতে অনেকে ঘাবড়ে যান। কেউ আবার ছোটেন সারাইখানায়। ছোটখাটো এসব সমস্যা নিজেই সমাধান করা সম্ভব।

undefined

মাউস নষ্ট হলে


জরুরি একটি ‘পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন’ আজ জমা দিতেই হবে। কম্পিউটারে বসতেই দেখা গেল, মাউসটি কাজ করছে না! ঠিকও করা যাচ্ছে না। এখন কী উপায়? উইন্ডোজে একটি সেটিংস পরিবর্তন করে বিকল্প ব্যবস্থায় চালাতে পারেন জরুরি মাউসের কাজ। এ জন্য কিবোর্ড থেকে একসঙ্গে
  • left ALT+ left SHIFT এবং NUM Lock কি চাপুন।
  • মনিটরে ছোট একটি পপ-আপ উইন্ডো আসবে। এই উইন্ডো থেকে ok প্রেস করুন।
  • এবার NUM Lock বাটনটি স্বয়ংক্রিয় করুন।
  • এতে কিবোর্ডের কি দিয়ে মাউসের কার্সর নাড়াচাড়া করা যাবে।
  • 1, 2, 3, 4, 6, 7, 8, 9 বাটন দিয়ে মাউস পয়েন্টার নাড়ানো যাবে।
  • আর ৫ দিয়ে মাউসে লেফট ক্লিক এবং + দিয়ে মাউসে ডাবল ক্লিক করা যাবে।
  • ডান পাশে CTRL এর বামের বাটনটি মাউসের রাইট ক্লিক বাটন হিসেবে কাজ করবে।
  • কাজ শেষে NUM Lock অফ করলে এ সুবিধা বন্ধ হয়ে যাবে।

কিবোর্ড যদি কাজ না করে


যদি কিবোর্ড কাজ না করে, তাহলে কোনো কিছুই করতে পারবেন না কম্পিউটারে। এ সমস্যার সমাধান দিতে পারে উইন্ডোজের অন স্ক্রিন কিবোর্ড। অন স্ক্রিন কিবোর্ড চালু করার জন্য উইন্ডোজের
  • Start থেকে All Programs-এ গিয়ে
  • Accessories >
  • Accessibility >
  • on screen keyboard-এ ক্লিক করুন।
  • দেখবেন মনিটরে ভার্চুয়াল কিবোর্ড হাজির হয়েছে।
  • এই কিবোর্ডের বাটনে মাউস দিয়ে ক্লিক করে লেখা যাবে।

কোন মন্তব্য নেই:
Write comments

Thanks for your comment!!