http://protoster.blogspot.com/

রবিবার, ৩ মার্চ, ২০১৩

ডিভিডি থেকে উইন্ডোজ ৭ এর প্রোডাক্ট কি বের করার কৌশল

কেমন আছেন সবাই? আমার গত পোষ্টে জানার চেষ্টা করেছিলাম কিভাবে উইন্ডোজ এক্সপি এর সিডি থেকে সিরিয়াল কি বের করা যায়। আর আজ আমরা জানবো কিভাবে উইন্ডোজ ৭ এর ডিভিডি থেকে এর প্রডাক্ট কী বের করা যায়। তাহলে চলুন দেখি আমাদের কি কি করা লাগবে।

১) প্রথমে আপনার পিসিতে windows7 DVD টা প্রবেশ করান।

২) My Computer ওপেন করুন।

৩) এখান থেকে আপনার DVD drive টা ওপেন করুন (ডাবল ক্লিক করবেন না) নিচের ছবিটা অনুসরন করুন।

Windows7
৪) ওপেন করার পর sources ফোল্ডা এর উপর রাইট বাটন ক্লিক করে search এ গিয়ে product লিখে search করুন।

Windows7 (2)

৫) search করার পর  product নামের ফাইলটা ওপেন করুন।

Windows7 (3)

৬) এখানে আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্খিত সব প্রডাক্ট কী।
Windows7 (4)

কোন মন্তব্য নেই:
Write comments

Thanks for your comment!!