রক্তদানের যোগ্যতাঃ------------------------------------------
১.ওজন পুরুষ ৪৭কেজি মহিলা ৪৫ কেজি।
২.বয়সঃ ১৮থেকে ৫৭ বছর বয়সের যে কোন সুস্থ্য নর-নারী ।
৩.রক্তচাপ স্বাভাবিক থাকলে এবং রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ ৭৫% বা তার উর্ধ্বে থাকলে।
৪.সম্প্রতি (৬-মাস) কোন দুর্ঘটনা বা বড়
ধরনের অপারেশন না হলে ।
৫.রক্তবাহিত জটিল রোগ যেমনঃ ম্যালেরিয়া, সিফিলিস, গনোরিয়া হেপাটাইটিস, এইডস, চর্মরোগ,হৃদরোগ, ডায়াবেটিস, টাইফয়েড এবং বাতজ্বর না থাকলে ।
৬.কোন বিশেষ ধরনের ঔষধ ব্যবহার না করলে ।
৭. তিন মাসের মধ্যে যিনি কোথাও রক্ত দেননি ।
৮.মহিলাদের মধ্যে যারা গর্ভবতী নন এবং যাদের মেয়েলি প্রবলেম চলছে না।
রক্তদানের উপকারিতাঃ----------------------------------------------
১.প্রতি ৪মাস অন্তর রক্ত দিলে দেহে নতুন BLOOD CELL সৃষ্টির প্রবণতা বৃদ্ধি পায় ।
২.নিয়মিত রক্তদানের মাধ্যমে হৃদরোগের
ঝুঁকি কমে বলে বিশেষজ্ঞরা মনে করেন।
৩. রক্তদানে শরীরের কোন হ্মতি হয়
না বরং রোগ প্রতিরোধ হ্মমতা অনেকগুণ বেড়ে যায় । ।
৪.স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে আপনি জানতে পারেন আপনার শরীরে রক্তবাহিত মারাত্মক রোগ যেমনঃ হেপাটাইটিস-বি, এইডস,সিফিলিস ইত্যাদির জীবাণু বহন করছে কিনা।
৫. স্বেচ্ছায় রক্তদানে মানসিক প্রশান্তি আসে। রক্তদানের মাধ্যমে একটি জীবন বাঁচানো পৃথিবীর সর্বোচ্চ সেবার অন্তর্ভূক্ত ।
৬..রক্তদানে ধর্মীয় বিধিনিষেধ নাই ।
স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে আপনি হয়ত কোন অর্থ পাবেন না তবে একটা জিনিস অবশ্যই পাবেন তা হল একজন মুমূর্ষু রোগীর দোয়া যা কোটি টাকার বিনিময়েও
পাওয়া সম্ভব নয় ।
৭. রক্তদানের মাধ্যমে গড়ে উঠবে আত্নার বাঁধন ।
কোন মন্তব্য নেই:
Write commentsThanks for your comment!!