আমরা যখন কোন সাইটে কোন লিঙ্কে ক্লিক করি কিছু ক্ষেত্রে নতূন ট্যাবে খোলে
কিন্তু সবসময় সে টা হয় না আর সব নতূন ট্যাবে খোলাতে গেলে ব্রাউজারের বা
গুগলের সেটিং চেন্জ করতে হয় না হলে লিঙ্ক কপি করে পেস্ট করতে হয়।কিন্তু
এর একটি সহজ উপায় আছে আপনি যে ট্যাবে ক্লিক করুন কেন ঐ লিঙ্ক টি সবসময়
নতূন ট্যাবে খুলবে ।না জানলে ভাবছেন কি করে করবো ।তাহলে পন্থা টা বলতে শুরু
করি – আপনি আপনার মাউসের পয়েন্টার কে যে কোন লিঙ্ক রাখুন তারপর মাউসের
স্কোরাল বটন (মানে মাউসের মধ্যের যে চাকা টা) টি টিপুন দেখুন যে লিঙ্কে টি
অন্য একটি ট্যাবে খুলবে ।আপনি যে কোন পোস্টে এই ভাবে করে দেখুন পোস্ট টি
নতূন ট্যাবে খুলবে বার বার লিঙ্ক কপি করার বা ব্যাক কি টেপার দরকার পরবে
না।আমার যে ভাই রা এই টিপস টা জানে না তাদের জন্য যদিও এমন কিছু না জানা
টিপস নয়।যদি একটি ভাই এর ও কাজে লাগে তাহলে ভাববো আমার এই লেখা সফল।ভূল
হলে ভাই বলে মাফ করে দেবেন।

শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৩
একটি ছোট্ট ও সাধারন টিপস ..কাজে লাগতে ও পারে
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
Write commentsThanks for your comment!!