http://protoster.blogspot.com/

শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৭

আপনি কি ইউটিউবকে কেন্দ্র করে আয় করতে চান?



আমরা সকলেই জানি যে একটা ইউনিক আইডিয়া নিয়ে ভিডিও বানালে আপনি কি পরিমাণ আয় করতে পারেন তা ভাবতে পারবেন না। তাই আমরা স্বভাবতঃ ভিডিও তৈরির জন্য যে সব আইডিয়া নিয়ে ভিডিও বানাই তা হচ্ছে টিউটোরিয়াল(আমি এটা নিয়ে কাজ করি),প্রাঙ্ক ভিডিও অথবা অন্যের ভিডিওর ভেতরে সিমাবদ্ধ থাকে মানে কপিপোস্ট নিয়ে কাজ করে। আবার অন্যদিকে নতুনদের কথা যদি ভাবতে যাই তাহলে তারা  মনে করে ভিডিও বানানো হয়তো বেশ শ্রম এবং ব্যায়সাধ্য ব্যাপারআসলে আপনি এখানে লাইফ টাইম আয় করতে এসেছেন তাই আপনাকে এটা মেনে নিয়েই কাজ করতে হবে যে আপনাকে কষ্ট করেই টাকা আয় করতে হবে

আপনি যদি একটু পরিশ্রমী হোন তাহলে ভাবুন আপনি কোন জিনিসটা ভালো পারেন ছবি আঁকা শেখানো, নাচ, গান,  সাজগোজ, মাইক্রোকন্টোলিংরান্নাবান্নাসাইকেল স্টান্টঅথবা ডেইলি মুভি,নিউজখেলাধুলার আপডেট ইত্যাদি। এর মধ্যে আপনাকে বেছে নিতে হবে যে আপনি কোন কাজটি সবচেয়ে ভাল পারেন। এসবের ভেতর কোন না কোন একটা জিনিসে আপনার অবশ্যই আগ্রহ আছেআপনি সেটিকে বেছে নিয়ে সেটির উপরে ভিডিও বানাতে পারেনআর আপনি এমন একটি বিষয় নির্বাচন করবেন সেটার প্রতি মানুষের যেন চাহিদা থাকে। 
আপনি যদি আপনার আগ্রহের বিষয়টিকে আপনার চ্যানেলের নিশ করে নিন তাহলে নিঃসন্দেহে ভিডিও ক্রিয়েশনটা ভালো হবে প্রতিদিন ভিডিও আপলোড করার দরকার নেই। সপ্তাহে একটা অথবা মাস দুইটা করে ভালো ভিডিও আপলোড করুন। আর ভিডিও সব জায়গায় ছড়িয়ে দিন। 

কি কি লাগবেঃ-

ইন্টারনেট সহ একটি কপিউটার বা মোবাইল ফোন। ভিডিও রেকর্ড এনাবেল একটি স্মার্ট ফোন এবং ভিডিও এডিটিং সফটওয়্যার ছাড়া কোন খরচই লাগবে না এই আইডিয়া গুলো নিয়ে কাজ করতে

আসুন আইডিয়া গুলি জেনে নেইঃ-


ঘরোয়া কাজের উপর ভিডিও বানাতে পারেনঃ
যেমন বই বাধাই করাঘোলা আয়না কি করে পরিষ্কার করা যায়,রান্নাবান্নাসেলাইবাগান পরিচর্যা এসব টপিকের উপর ভিডিও বানাতে পারেন এসব জিনিস অনেকেই খুজে ইউটিউবে। তার মানে বেশ ভালো অঙ্কের সাবস্ক্রাইবার পাবেন
পেইন্টিং – পেন্টিং মানে ছবি আকা না। পেইন্টিং মানে বিশাল একটাবিষয়। আপনি যদি ভালো আঁকতে পারেন তাহলে আপনি আপনার ইউটিউব চ্যানেলে থ্রিডি পেইন্টইলিউসন পেইন্টফর্মাল পেইন্ট,এসবের উপর নিজের বানানো ভিডিও আপলোড করতে পারেন। এই ভিডিও গুলো যদি ক্রিয়েটিভ এবং সহজ কিছু স্টেপের মাধ্যমেউপস্থাপন করেন তাহলে এটিই হতে পারে আপনার মুল কাজের এবং আয়ের ক্ষেত্র

হয়ে যেতে পারেন শিক্ষক – 

আপনি হয়তো পিয়ানোগীটারতবলা বাজাতে পারেন। অথবা আপনি অনেক ভালো নাচতে পারেন। এখন আপনার মোবাইলফোনটি ব্যাবহার করুন। ইউটিউবএ আমাদের বাংলাদেশি এখনো কোন চ্যানেল নাই যেখানে পিয়ানোগীটারনাচ অথবা গান শিখানো হয়। আপনি পারলে আপনিও শুরু করতে পারেন। বেশ সাড়া পাবেন
খেলাধুলার উপর কিছু ভিডিও করতে পারেন – হয়তো আপনি অনেক ভালো সাইকেল চালাতে পারেন অথবা ভালো ক্রিকেটফুটবল খেলতে পারেন আপনি আপনার চ্যানেলে বিভিন্ন রকম ক্রিকেটের ভালো শর্ট খেলার কৌশলভালো ফুটবল খেলার কৌশলসাইকেলের হরেক রকম স্টান্টশেয়ার করতে পারেন। 

অরিগামি টাইপের জিনিসের উপর ভিডিওঃ

অরিগামি মানে কাগজকে টুকরা না করে শুধু মাত্র ভাজ করে সেটি দিয়ে পাখিনৌকাফুল এই টাইপের জিনিস বানানো। এছাড়া ফেলনা জিনিসকে (প্লাস্টিকের বোতলপুরাতন কলমপন্য বহনকারি কার্টুন,ফেলে দেওয়া বাক্স) কাজে লাগিয়ে কি করে ব্যবহার যোগ্য জিনিস বানানো যায় তার উপরে অসংখ্য ক্রিয়েটিভ ভিডিও বানাতে পারেন
মাইক্রোকন্টোলিং নিয়ে ভিডিও  

জিনিসদের দৃষ্টি আকর্ষন করছি। রোবটসার্কিটইলেক্ট্রনিক্স নিয়ে গ্রুপের এক জন একটা চ্যানেল করা উচিত। নিজের বানানো অথবা অন্যের আইডিয়া থেকে বানানো প্রজেক্ট গুলো নিয়ে সহজ ভাষায় উপস্থাপন করে ভিডিও বানানো যেতে পারে (কেও সাবস্ক্রাইব না করলেও আমি করবো)। তাছাড়া আপনি চ্যানেলে আরো কিছু ভিডিও রাখতে পারেন যেমন নষ্ট রিমোটটর্চক্যালকুলেটরপ্রয়োজনিয় ইলেক্টনিক্স জিনিসপত্র কি করে ঠিক করা যায় তার উপর। এক বন্যাশেয়ার পেতেও পারেন

নিজেকে ভালো করে উপস্থাপন 
আপনি বিশ্বাস করুন আপনার অনেক মেধা আছে। সুন্দর করে আপনি মোবাইলে ভিডিও রেকর্ড অন করে আপনি সাম্প্রতিক সময়ের কিছু ঘটনাকে মজার কিছু ভঙ্গিমাতে উপস্থাপন করতে পারেনপারলে বন্ধুদের হেল্প নিতে পারেন। মনে রাখবেন মানুষ অধিকাংশ সময় বিনোদনের জন্যই ইউটিউবে যায়। আপনি যদি আপনার এইরকম বিনোদন মুলক চ্যানেলের মাধ্যমে যুক্তি-যুক্ত কিছু তুলে ধরতে পারেন তাহলে সাবস্ক্রাইবার তর তর করে বেড়ে যাবেতাছাড়া আপনি যদি নিজেকে আর ভালো করে উপস্থাপন করতে পারেন তাহলে আপনি পাঠ্যবইয়ের কিছু বিশ্রী সমস্যার সহজ এবং সাবলীল সমাধান দিতে পারেন আপনার ভিডিওতে। যেমন পিথাগোরাসের সেইউপপাদ্যনিউটনের দাঁতভাঙ্গা প্রস্তাবনার সমাধানগাণিতিক বিখ্যাত সমস্যা গুলোর সমাধান। আর অবশ্যই ভিডিও আপলোড করার পরে এসইও করার কথা ভুলবেন না

নতুন আপডেট হতে পারে একটি চ্যানেল আইডিয়া 

এই আইডিয়া কতটা কার্যকর জানি না। তবে আমি বিদেশি কিছু নামি চ্যানেলে দেখেছি এটা। ওদের কাজ হল ওরা তাদের চ্যানেলের মাধ্যমে সাম্প্রতিক হয়ে যাওয়া ঘটনাদুর্ঘটনাখেলার গুরুত্বপূর্ণ হাইলাইট,এসব উপস্থাপন করে। আপনিও কাজে লাগিয়ে দেখতে পারেন তবে ভিডিও কপি করা থেকে দূরে থাকবেন। নিজে উপস্থাপন করবেনলাগলে কিছু ছবি এড করতে পারেন। সরাসরি কপি করবেন না
একটু আলাদা করে ভাবুন। দেখবেন ভিডিও ক্রিয়েশন আইডিয়ার অভাব পরবে না

কোন মন্তব্য নেই:
Write comments

Thanks for your comment!!