http://protoster.blogspot.com/

শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৭

ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রভা



আলোচনায় না থাকলেও নাটকে নিয়মিতই দেখা মেলে সাদিয়া জাহান প্রভার।
সম্প্রতি ‘পুষ্প’ শিরোনামের একটি নাটকে অভিনয় করলেন এ অভিনেত্রী। সাজিন আহমেদ বাবুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাসুদ মহিউদ্দিন।
নাটকটির গল্পে দেখা যাবে মহল্লায় সীমান্ত নামে এক ছেলে দোকানে বিভিন্ন পণ্যের পাশাপাশি ফুলও বিক্রি করে। বিশ্ববিদ্যালয় পড়–য়া পুষ্প ক্যাম্পাসে যাওয়ার পথে বিভিন্ন সময় সীমান্তর দোকান থেকে খাতা কলম প্রয়োজনীয় জিনিস পত্রের পাশাপাশি ফুলও কেনে। সীমান্তর মনে প্রশ্ন জাগে, পুষ্প কাকে ফুল দেয়। একসময় সে পুষ্পের কাছে ফুল বিক্রি করা বন্ধ করে দেয়। এ নিয়ে ঘটতে থাকে নানা সিনেমাটিক ঘটনা। পুষ্প চরিত্রে অভিনয় করেছেন প্রভা।
নাটক প্রসঙ্গে তিনি বলেন, ‘গল্পে দারুণ টুইস্ট পাবেন দর্শক। কিছুটা সিনেমাটিক ফ্লেভারও রয়েছে। সব মিলিয়ে নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’ নাটকটি আগামীকাল রাত ৮টা ১০ মিনিটে আরটিভিতে প্রচার হবে। এ ছাড়াও কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রভা।

কোন মন্তব্য নেই:
Write comments

Thanks for your comment!!