আজ হলিউডের ডলবি থিয়েটারে বসছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে জমকালো আয়োজন অস্কারের ৮৯তম আসর। ইতিমধ্যে প্রতিযোগিতার দৌড়ে মনোনয়ন পাওয়া সিনেমাগুলো আর তার কলাকুশলীদের নাম ঘোষণা করেছে আয়োজক কমিটি। পুরস্কার বিতরণীর আগ পর্যন্ত এ তালিকা নিয়ে হতে থাকবে নানা বিশ্লেষণ। তারা ঝলমলে এ অনুষ্ঠানের লাল গালিচায় হাঁটতে ইতিমধ্যে বিশ্বের বিখ্যাত সব তারকারা হাজির হয়েছেন।
এ তালিকায় রয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও। এবারের আসরে সম্পাদনা, চিত্রগ্রহণ, পোশাক, শিল্প নির্দেশনা, শব্দসহ ১৪টি বিভাগে মনোনয়ন পেয়ে রেকর্ড করেছে রায়ান গসলিং ও এমা স্টোনের ‘লা লা ল্যান্ড’ সিনেমাটি, যা জেমস ক্যামেরুনের পরিচালনায় ১২ বিভাগে মনোনয়ন পাওয়া টাইটানিকের রেকর্ড ভেঙে দিয়েছে। এছাড়াও ৮৯তম অস্কারে ‘ফ্লোরেন্স ফস্টার জেনকিন্স’র জন্য মনোনয়ন পাওয়া মেরিল স্ট্রিপ এবারে নিজের রেকর্ড নিজেই ভেঙে দিয়েছেন।
তিনবার অস্কার জেতা এ অভিনেত্রী অস্কারে মনোনয়ন পেয়েছেন এ পর্যন্ত ২০ বার। এবার অভিনয়শিল্পী ও পরিচালক মিলিয়ে ৮৯তম অস্কারে সর্বাধিক ৭ জন কৃষ্ণাঙ্গ মনোনয়ন পেয়েছেন। এর মধ্য দিয়ে হলিউডে শেতাঙ্গদের আধিপত্য কমার সম্ভাবনা দেখছেন চলচ্চিত্র বোদ্ধারা। নতুন মুখের মনোনয়ন পাওয়ার দিক দিয়েও রেকর্ড গড়েছে এবারের অস্কার। সর্বাধিক ৭ জন নবাগত ৮৯তম আসরে মনোনয়ন পেয়েছেন। বিশ্বখ্যাত পরিচালক মেল গিবসন তার ‘হ্যাকস রিজ’ সিনেমার জন্য এবারের আসরে শ্রেষ্ঠ সিনেমা বিভাগে মনোনয়ন পেয়েছেন। এর মধ্য দিয়ে খ্যাতিমান এই পরিচালক দীর্ঘ ২১ বছর পর অস্কারে মনোনয়ন পেলেন।
কোন মন্তব্য নেই:
Write commentsThanks for your comment!!