http://protoster.blogspot.com/

শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৭

অধিভুক্ত কলেজগুলোর ‘বাড়তি চাপে’ ঢাকা বিশ্ববিদ্যালয়



সাতটি সরকারি কলেজ অধিভুক্ত হওয়ায় উচ্চশিক্ষার বৃহত্তর স্বার্থে সাময়িক কিছুটা ‘বাড়তি চাপ’ নেওয়ার কথা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে এতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষা কার্যক্রমের ওপর কোন প্রভাব পড়বে না বলে মনে করছেন উপাচার্য।
রাজধানীর ঢাকা কলেজ, ইডেন কলেজ, সরকারি তিতুমীর কলেজসহ সাতটি সরকারি কলেজ সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। এই অধিভুক্তি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সংশ্লিষ্ট কলেজগুলোর শিক্ষক-শিক্ষার্থীসহ শিক্ষাঙ্গনে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, কলেজগুলোর শিক্ষা কার্যক্রমের সার্বিক মান উন্নয়নে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কলেজগুলোকে অধিভুক্ত করা হয়েছে। এতে কিছুটা বাড়তি চাপ পড়বে, তবে তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করবে না।
কারণ হিসেবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এবং জনবল নিয়োগ করবে। এর ফলে অধিভুক্ত কলেজগুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনায় কোন সমস্যার মধ্যে পড়তে হবে না।
যোগাযোগ করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক চ্যানেল আই অনলাইনকে বলেন, সরকারি কলেজগুলোর শিক্ষার মানোন্নয়নের বৃহত্তর স্বার্থে কলেজগুলোকে অধিভুক্তিকরণ করা হয়েছে। এর ফলে উচ্চশিক্ষার গুণগত মানে ইতিবাচক পরিবর্তন আসবে।
‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগ থেকে পাশ করা একজন গ্রাজুয়েটের মান এবং ওইসব কলেজ থেকে পাশ করা একজন গ্রাজুয়েটের মান সমান নয়। এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় আসায় ওইসব কলেজের শিক্ষার্থীরা নিজেদের মানোন্নয়নের সুযোগ পাবে।’
উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘ওইসব কলেজের ইংরেজি বিভাগের শিক্ষা কার্যক্রম এখন থেকে নিয়ন্ত্রণ করবে আমাদের বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ। তাদের পরীক্ষা, ফলাফল, সিলেবাস প্রণয়ন সবকিছুই এখন থেকে আমাদের শিক্ষকরা করবেন। ফলে স্বাভাবিকভাবেই তাদের মানোন্নয়ন ঘটবে।’
এর ফলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষার্থীরা সমস্যায় পড়বে কিনা জানতে চাইলে তিনি বলেন: আমাদের শিক্ষার্থীদের সমস্যায় পড়ার কোন প্রশ্নই আসে না। কারণ ওইসব কার্যক্রমের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষা কার্যক্রমের কোন সম্পর্ক নেই।
যোগাযোগ করা হলে ১৯৯২ সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হয়ে আসা ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোয়াজ্জেম হোসেন মোল্লা চ্যানেল আই অনলাইনকে বলেন, এটা আসলে সরকারি সিদ্ধান্ত। সরকারি কর্মকর্তা হিসেবে সরকারি যে নির্দেশনা এসেছে আমরা তার বাস্তবায়ন করেছি।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আসায় শিক্ষার মান উন্নয়নের ব্যাপারে আশাবাদী অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন মোল্লা।
‘এটাতো আপনিও বোঝেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় আসায় উন্নতি হওয়াই তো স্বাভাবিক,’ বলেন অধ্যাপক মোয়াজ্জেম।
সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবু হায়দার আহমেদ নাসের অবশ্য এ ব্যাপারে এখনই কোন মন্তব্য করতে চাননি।
‘সরকারি কর্মকর্তা হিসেবে আমাদের দায়িত্ব পালন করেছি মাত্র। শিক্ষার মান বা সুযোগ সুবিধা সম্পর্কে এখনই কিছু বলতে পারছি না,’ বলে কথা শেষ করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অন্য পাঁচটি কলেজ হচ্ছে: ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, বাংলা কলেজ, কবি নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজ।

সূত্রঃ channelionline

কোন মন্তব্য নেই:
Write comments

Thanks for your comment!!