ঘরে বসে চিকিৎসকদের পরামর্শ, সাক্ষাৎকারের সময় নির্ধারণ, স্বাস্থ্যপরীক্ষার প্রতিবেদনসহ নানা সুবিধা নিয়ে চালু হয়েছে ‘বিডিইএমআর’ নামের একটি অ্যাপ্লিকেশন। ১ মার্চ বুধবার ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানে অ্যাপটির উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
‘বাংলাদেশ ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড’ বা সংক্ষেপে ‘বিডিইএমআর’ অ্যাপটির নির্মাতা চিকিৎসক অসিত বর্ধন।
অ্যাপ নির্মাতার ভাষ্য, অ্যাপটির মাধ্যমে সহজে চিকিৎসাসেবা পাওয়ার পাশাপাশি চিকিৎসাসংক্রান্ত ভোগান্তি কমবে। গুগল প্লেস্টোর থেকে অ্যাপটি বিনা মূল্যে ডাউনলোড করা যাবে। অ্যাপে রোগীর চিকিৎসাসংক্রান্ত তথ্য সংরক্ষিত থাকে। এতে চিকিৎসার ক্ষেত্রে সুবিধা পাওয়া যায়। এ ছাড়া রক্তচাপ, রক্তে চিনিসহ বিভিন্ন পরীক্ষার ফল এতে সংরক্ষণ করা যায়।
কোন মন্তব্য নেই:
Write commentsThanks for your comment!!