http://protoster.blogspot.com/

রবিবার, ৩ মার্চ, ২০১৩

কম্পিউটারের বার বার রিস্টার্ট এর সমাধান

সমস্যা : কম্পিউটার বার বার রিস্টার্ট নিচ্ছে যদিও Power Supply ঠিকমত কাজ করছে।

কারণ-১ : CPU বা প্রসেসর কাজ করতে করতে গরম হয়ে যায় ফলে বার বার রিস্টার নেয়।


সমাধান : CPU Fan এ ময়লা জমলে কিংবা CPU Fan ঠিকমত না ঘুরলে এ ধরনের সমস্যা হতে পারে। এক্ষেত্রে System Unit খুলে Processor এর উপর স্থাপিত Cooling Fan এর ময়লা পরিস্কার করে ঠিকমত Cooling Fan স্থাপন করতে হবে। 

  

কারণ-২ : Windows এর সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এমন সফটওয়ার Install করলে PC বার বার রিস্টার নিতে পারে। 
  

সমাধান : এক্ষেত্রে Start → Control Panel → Add remove handward → প্রয়োজনীয় Device Driver Software → Remove ┘ এর মাধ্যমে সফটওয়ারটি Uninstall করে দিতে হবে ।

কারণ-৩ : Power Supply Unit ভালো থাকলে ও এর সাথে সংযুক্ত কানেকটরসমূহ মাদারবোর্ড বা বিভিন্ন ডিভাইসের সাথে লুজ (Loose) কানেকটেড থাকতে পারে। 
  

সমাধান : Power Supply Unit এর সাথে সংযুক্ত কানেকটর সমূহ সঠিকভাবে Tight কনেকশন দিতে হবে। 
  

কারণ-৪ : Display বা অন্যান্য ব্যবহৃত কোন কার্ডের হিট সিংক খূলে গেলে।

সমাধান : Display (AGP/VGP) কার্ডের সাথে অথবা অন্য কোন কার্ডের সাথে লাগানো হিট সিংক কানেকশন পরীক্ষা করতে হবে। মাঝে মধ্যে অতিরিক্ত গরমে এগুলো খূলে গিয়ে থাকতে পারে।

কারণ-৫ : অপারেটিং সিস্টেম বা কোন সফটওয়ারে সমস্যা থাকলে।
  

সমাধান : অধিকাংশ সময় ইনকম্পেটিবল অপারেটিং সিস্টেমের কারণে এ জাতীয় সমস্যা দেখা দেয়। প্রয়োজনে অপারেটিং সিস্টেম পরিবর্তন করে দেখা যেতে পারে । সমস্যাকৃত সফটওয়্যার আন ইনস্টল করে দিতে হবে।






সমস্যা : কম্পিউটারে ব্যবহৃত পুরোনো RAM এর সাথে একটি নতুন RAM চিপ লাগিয়েছি কিন্তু সেটি Screen এ দেখাচ্ছে না এমনকি কোন Error Message ও দেখাচ্ছে না।
কারণ : RAM চিপটির Bus Speed মাদারবোর্ড এবং Processor এর সাথে কম্পের্টিবল নয়।
সমাধান : মাদারবোর্ড এর প্রসেসর সর্বোচ্ছ কত Bus Speed এর RAM Support করবে তা ম্যানুয়ালে দেখে নিতে হবে ।  
সমস্যা: Computer On করার সাথে সাথে Message আসে “Virtual Memory Low” ফলে System Slow হয়ে যায় এবং Computer বার বার হ্যাং করে ।

কারণ : RAM চিপ এর ক্ষমতা কমে গেছে ।
সমাধান : নতুন RAM লাগাতে হবে । কিংবা আরেকটি Slot এ RAM লাগিয়ে ক্ষমতা বাড়াতে হবে। 





সমস্যা: ম্যাসেজ দিচ্ছে Memory High Address Line at [xxx], Read [xxx] Expecting [xxx]
অথবা, Memory parity Failure at [xxx – xxx],
অথবা Memory Read/Write Failure at [xxx] Read [xxx] Expecting [-xxx]
কারণ ১ : RAM Chip বা SIMM বা DIMM সঠিকভাবে Slot এ লাগানো নেই। কারণ ২. RAM Chip বা SIMM বা DIMM Module খারাপ।

সমাধান : ১. RAM Chip সঠিকভাবে এর সকেটে বসাতে হবে। সমাধান : ২. পুরনো RAM Chip কে নতুন RAM Chip দ্বারা প্রতিস্থাপন করতে হবে।





সমস্যা : Blue Screen Error
কারণ : Hard Disk এ Bad Sector পড়ছে।
সমাধান : Utility Software যেমন- NDD-Norton Disk Dector চালাতে হবে । 





সমস্যা : Boot Disk Failure Insert Disk And
কারণ : Windows Operating System এর System File করাপটেড হয়ে গেছে।

সমাধান : Windows Operating System (XP) Install করতে হবে। 





সমস্যা : Ntldr Missing
কারণ : System File Ntldr Curupted হয়ে গেছে।

সমাধান : Bootable CD থেকে Ntldr System File টি Copy করে নিতে হবে । 

কোন মন্তব্য নেই:
Write comments

Thanks for your comment!!