http://protoster.blogspot.com/

রবিবার, ৩ মার্চ, ২০১৩

মাউস কীবোর্ড ছাড়া কম্পিউটার বা ল্যাপটপ চালান।

                             



   
নিচের ডাউনলোড লিংক থেকে সফ্টওয়্যারটি ডাউনলোড করে নিন।
সফ্টওয়ারটি কিভাবে চালাবেন তা আস্তে আস্তে লিখে দিব। নিজেরাও পারবেন।
যেভাবে কাজ করবেন।
প্রথম ধাপ: কিছু না জানা থাকলে শুধু নেক্সট ক্লিক করুন। সর্বশেষ ফিনিশ।
দ্বিতীয় ধাপ (একটু লম্বা):
১. প্রথমে সফ্টওয়ারটি ইনস্টল করে নিন তারপর ডাবল ক্লিক করে সফ্টওয়ারটি চালু করুন।
২. এই লেখাটি Welcome to the eViacam Configuration Wizard
আসবে। নেক্সট ক্লিক করুন।
৩. এখন Camera Setup আসবে।আপনার ক্যামেরা চেক করবে। Camera Setting থেকে আপনার ক্যামেরার Brightness White Balance, Back light ঠিক করে নিন।যদি না বুঝেন তাহলে ক্যামেরা সেটিংয়ে ‍ঢুকার প্রয়োজন নেই। শুধু নেক্সট ক্লিক করুন।
৪. এবার Tracker Setup বক্সটি আসবে। ‍এখান থেকে Configure Motion Tracking Aria থেকে মোশন কন্ট্রোল করুন। আপনার চেহারা কম্পিউটার অটোম্যাটিক পেয়ে যাবে।আপনি যদি চান কিছুক্ষণ নড়াচড়া বন্ধ থাকলে যেন মোশন অটোম্যাটিক বন্ধ হয়ে যায় তাহলে নিচে Disable After .... Seconds দিয়ে দিন।
৫. Pointer Calibration, Setting Motion Parameters থেকে পরবর্তীতে যান তবে সাবধান। এখন থেকে মাউস কাজ করবে না।নড়াচড়া কাজ করবে।
৬. Pointer Calibration আসবে। পরবর্তী ক্লিক করুন।এবার কম্পিউটার আপনার মাথা ঘুরাবে। মাথাকে ডান বাম এবং উপর নিচ করতে বলবে, তাই করুন।
৭. এখন সমস্যা ক্লিক করবেন কিভাবে। মাথাকে ডান বাম এবং উপর নিচ করে যে অপশনে যাবেন সেখানে একটু থেমে থাকুন। দেখবেন ক্লিক হয়ে গেছে।
৮. Click Mode আসবে। এখন আপনি ইচ্ছা করলে ভাল পারফমেন্স পাওয়ার জন্য নিজে নিজে Click Here To Test এ ক্লিক করে আপনার পারফমেন্স যাচাই করতে পারবেন।
৯. এখন ফিনিশে ক্লিক করে মাথা ঘুড়ান।
১০. মনিটরের উপরের দিকে একটি বক্স আসবে। সেখান থেকে বাছায় করতে পারেন আপনি কি রকম ক্লিক করতে চান। ক্লিক না করতে চাইলে একদম বা দিকে ”নো ক্লিক” ডাবল ক্লিক করতে চাইলে ডান দিকে ”ডাবল ক্লিক”।

কোন মন্তব্য নেই:
Write comments

Thanks for your comment!!